কুমিল্লায় বিজিবির গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

কুমিল্লায় সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের সঙ্গে বিজিবির কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2019, 05:51 AM
Updated : 28 June 2019, 05:51 AM

বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী বিবিরবাজার এলাকার গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের ভাষ্য।

নিহত প্রশান্ত কুমার দাশ (৪৫) সদর উপজেলার কোতয়ালি চৌধুরীপাড়া এলাকার বাদল চন্দ্র দাশের ছেলে।

বিজিবি কর্মকর্তা মহিউদ্দিন বলেন, তাদের একটি টহল দল রাতে বিবিরবাজার সীমান্ত এলাকায় টহলে যায়।

“তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক কারবারিরা গুলি ছোড়ে। বিজিবি সদস্যরাও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে সেখানে এক মাদক কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ প্রশান্তকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান বিজিবি অধিনায়ক মহিউদ্দিন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৪ হাজার ৩৮৫টি ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।