বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে যুবককে কুপিয়ে হত্যা
বরগুনা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2019 10:38 PM BdST Updated: 20 Jul 2019 01:06 PM BdST
-
-
-
-
নিহত রিফাত শরীফ
বরগুনায় প্রকাশ্যে সড়কে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে কয়েক যুবক।
বুধবার সকালে কলেজ রোড এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিফাত শরীফ (২৩) সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামের দুলাল শরীফের ছেলে।
এই হামলার জন্য বরগুনা পৌরসভার ক্রোক এলাকার নয়ন বন্ড নামে এক যুবককে দায়ী করা হচ্ছে।

বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, “রিফাত ও নয়ন স্থানীয় এক কলেজছাত্রীকে ভালবাসতেন।
“দুই মাস আগে ওই ছাত্রীর সঙ্গে রিফাত শরীফের বিয়ে হয়। তারপরও নয়ন বন্ড ওই ছাত্রীকে নিজের স্ত্রী দাবি করে আসছিলেন।”
ওসি বলেন, এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ রোড এলাকায় স্ত্রীর সামনে রিফাত শরীফের উপর হামলা চালায় নয়নসহ একদল যুবক।
এই হামলার ভিডিও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে।
ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক চড়াও হয়েছেন রিফাতের উপর, তার মধ্যে দুজন রামদা হাতে রিফাতকে একের পর এক আঘাত করে চলছেন। রিফাতের স্ত্রী হামলাকারীদের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেও পারছিলেন না।
রিফাতের বাঁচানোর জন্য তার স্ত্রী চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। হামলাকারী যুবকরা রিফাতকে রক্তাক্ত করে সবার সামনে দিয়েই চলে যায়।

রিফাতকে আহত অবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।
বরিশালে নেওয়ার পথে বিকাল ৪টার দিকে রিফাতের মৃত্যু হয় বলে ওসি জানান।
নয়নকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও তিনি জানান।
-
সাতক্ষীরায় শিক্ষিকাকে ‘চালপড়া খাইয়ে চুরির অপবাদ’
-
মুশতাকের মৃত্যু: রাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
-
জামালপুরে ৪ পৌরসভায় মক ভোটিং
-
ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর
-
আমার ছেলের খুনিদের একটু দেখতে চাই: মুজাক্কিরের বাবা
-
চাঁদপুরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু
-
খুলনায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে পরিবহন
-
অটোরিকশায় বাসের ধাক্কা, বগুড়ায় নিহত ৪
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল