বগুড়া উপনির্বাচন: জাপার ওমরসহ ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বগুড়া -৬ আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন সাবেক বিরোধীদলীয় হুইপ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নূরুল ইসলাম ওমর সহ পাঁচজন।

বগুড়া  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 06:04 PM
Updated : 30 June 2019, 12:10 PM

এরা হলেন নূরুল ইসলাম ওমর, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ মন্ডল, সৈয়দ কবির আহমেদ মিঠু, মুসলিম লীগের মুফতি রফিকুল ইসলাম ও কংগ্রেস প্রার্থী মুনসুর রহমান।

গত সোমবার ইভিএমে বগুড়া সদরের এ আসনে উপনির্বাচন হয়। এতে জয়লাভ করেন বিএনপি প্রার্থী জি এম সিরাজ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এখানে উপনির্বাচন হয়েছে।

এর আগে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে নূরুল ইসলাম ওমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হন।

এবারের উপনির্বাচনে তিনি লাঙল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মালয়েশিয়া প্রবাসী মিনহাজ মন্ডল আপেল প্রতীকে পান ২,৯২০ ভোট, সৈয়দ কবির আহমেদ মিঠু ট্রাক প্রতীকে ৬৩০ ভোট , মুসলিম লীগের মুফতি রফিকুল ইসলাম  হারিকেন প্রতীকে ৫৫৪ ভোট এবং কংগ্রেসের মুনসুর রহমান ডাব প্রতীকে পান ৪৫৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ বলেন, নির্বাচনী আইন অনুযায়ী  জামানত ফিরে পেতে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে ৮ ভাগের এক ভাগ অর্থ্যাৎ ১৬ হাজার ৭৩৪ ভোট পেতে হতো।

বগুড়া -৬ আসনের মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটের মধ্যে মোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৭০ ভোট। সে হিসাবে নির্বাচিত প্রার্থী বিএনপির গোলাম মো. সিরাজ পান ৮৯ হাজার ৭৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী টি জামান নিকেতার প্রাপ্ত ভোট ৩২ হাজার ২৯৭ ।

নির্বাচিত ও নিকটতম প্রার্থী ছাড়া অপর পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে ভোট প্রদানের শতকরা হার ৩৪ দশমিক ৫৫ ভাগ ।