গাজীপুরে ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক টন নিষিদ্ধ ও অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 05:37 PM
Updated : 25 June 2019, 05:37 PM

এ সময় এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাওনা চৌরাস্তায় এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী।

গাজীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যবসা নিয়ে গত ১২ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, শ্রীপুরের বিভিন্ন দোকানে সরকারিভাবে নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন ধরে বিক্রি করে পরিবেশের ক্ষতি করায় এ অভিযান পরিচালনা করা হয়।

“এ সময় খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও চারটি দোকান থেকে এক টন পলিথিন জব্দ করা হয়।”

আশরাফ বলেন, অভিযানের খবরে অন্যান্য পলিথিন ব্যবসায়ীরা পালিয়ে যায়। কিন্তু খলিলুর রহমান নামের ওই ব্যবসায়িকে হাতেনাতে পলিথিনসহ আটক করা হয়।

পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেন ওই কর্মকর্তা।