‘যান্ত্রিক ত্রুটি’, ১০ ঘণ্টা বিলম্বে সৈয়দপুর ছেড়েছে বিমান

‘যান্ত্রিক ক্রটির’ কারণে প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 03:17 PM
Updated : 25 June 2019, 03:17 PM

মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দর থেকে সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট স্থগিত করা হয়।

সৈয়দপুর বিমান বন্দরে কর্মরত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার এবাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ৭৩ আসনের বিজি ৪৯৪ ফ্লাইটটি ৪৫ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।

“এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৪২ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় উড্ডয়ন স্থগিত করা হয়।”

পরে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের যান্ত্রিক বিভাগের কর্মকর্তারা এসে বিমানটির যান্ত্রিক ক্রটি মেরামত করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে সৈয়দপুর ত্যাগ করে বলে জানান এবাদুর।