‘ইউটিউবে’ জালনোট তৈরির প্রশিক্ষণ, সরঞ্জামসহ আটক ২

জয়পুরহাটের পাঁচবিবিতে জালনোট তৈরির সরঞ্জামাসহ পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে, যারা ইউটিউব থেকে এই বিদ্যা রপ্ত করেছেন বলে জানিয়েছেন। 

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 03:06 PM
Updated : 25 June 2019, 03:06 PM

এরা হলেন উপজেলার কুয়াতপুর গ্রামের শ্রী লাল মোহনের ছেলে সঞ্জয় কুমার (২৪) ও পাঁচবিবি মধ্য মালঞ্চা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম হোসেন (১৯)।

মঙ্গলবার বিকালে পাঁচবিবি উপজেলা শহরের একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পাঁচবিবি থানর ওসি বজলার রহমান জানান, আটক যুবকরা উপজেলার মালঞ্চা গ্রামের একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন থেকে জালনোট তৈরি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

“এ সময় তাদের কাছে থাকা নকল ৬৫টি ৫০ টাকার নোট, অর্ধ-নির্মিত ৫০০টি ৫০ টাকার নোট, একটি কম্পিউটার, পিসি, প্রিন্টারসহ জালনোট তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।”

পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা ইউটিউবের মাধ্যমে জাল টাকার নোট তৈরির প্রযুক্তি রপ্ত করার কথা বলেছেন বলেও জানান ওসি।