কক্সবাজারে বন্দুক উদ্ধার, ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেশে তৈরি বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে অস্ত্র ব্যবসায়ী বলছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 12:43 PM
Updated : 25 June 2019, 12:43 PM

মঙ্গলবার ভোরে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীতে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

গ্রেপ্তার আফসার কামাল (২৭) রঙ্গীখালী এলাকার ফরিদ আহম্মেদের ছেলে।

কর্নেল ফয়সল বলেন, ভোর রাতে রঙ্গীখালীর বাসিন্দা হেলাল উদ্দিনের 'ভাই ভাই অটো রাইস' মিলে অস্ত্র ও গুলি লেনদেনের জন্য কয়েকজন ব্যবসায়ী অবস্থান করছে খবরে বিজিবি অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ২/৩ জন দৌড় দেয়।

“বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে রাইস মিলে তল্লাশি করে দেশে তৈরি চারটি বন্দুক ও ১০টি গুলি উদ্ধার করা হয়।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কর্নেল ফয়সল।