কর্মচারী আন্দোলনে অচল রোকেয়া বিশ্ববিদ্যালয়

পদোন্নতির নীতিমালা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কর্মচারীদের আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 07:55 AM
Updated : 25 June 2019, 09:41 AM

কর্মবিরতির তৃতীয় দিনে মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে দেয় কর্মচারী সমন্বয় পরিষদ নামে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি সংগঠন।

পরিষদের সমন্বয়ক মাহবুবার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন ও ৪৪ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছি। তাছাড়া দশম গ্রেড পাওয়া ২৫ কর্মকর্তার পদমর্যাদা চেয়েছি। আর মাস্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিও রয়েছে।

“আমরা অনির্দিষ্ট কালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম। কিন্তু প্রশাসন কোনো সহযোগিতা বা আলোচনার ইঙ্গিত না দেওয়ায় বাধ্য হয়ে তালা দিয়েছি। দাবি আদায় অথবা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে আমরা তালা খুলব না।”

এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।