বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 06:20 AM
Updated : 25 June 2019, 09:45 AM

রোয়াংছড়ি থানার ওসি শরিফুল ইসলাম জানান, সোমবার রাতে ওই ইউনিয়নের থোয়াইয়ংগ্য পাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত অং সিং চিং মারমা (৩৬) রোয়াংছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মং প্রু থুই মারমার ছেলে।

তিনি ওই এলাকার জনসংহতি সমিতির গ্রাম কমিটির সদস্য বলে জানিয়েছেন দলটির রোয়াংছড়ি উপজেলা কমিটির সভাপতি অংশৈমং মারমা।

ওসি শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার হাত পিছমোড়া করে বাঁধা ছিল। তাকে গুলি করে হত্যা করা হয়েছে।”

এলাকাবাসী জানান, সোমবার রাত দেড়টার দিকে কয়েকজন লোক এসে তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। এরপর তারা গুলির শব্দও শুনেছেন। সকালে পাড়া থেকে দেড় কিলোমিটার দূরে তার লাশ মেলে।