জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 10:20 AM
Updated : 24 June 2019, 10:21 AM

জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম সরোয়ার সোমবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আব্দুল হামিদ সরকার (৩৫) নওগাঁর ধামুইরহাট উপজেলার বাদাল চানপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জেলা জজ আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জয়পুরহাট শহরের পিডিবি মোড়ে সালমা পরিবহনের একটি বাস থেকে পলিথিনে মোড়ানো এক কেজি হেরোইনসহ হামিদকে আটক করে র‌্যাব। বাসটি নওগাঁর ধামুইরহাট থেকে ঢাকা যাচ্ছিল।

এ ঘটনায় র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের এসআই আল-আলায়ি মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

পিপি নৃপেন্দ্রনাথ বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত হামিদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে।