বান্দরবানে পরিত্যক্ত গোলা বিস্ফোরিত, এক রোহিঙ্গা আহত

বান্দরবান সদরে পরিত্যক্তেএকটি গোলা বিস্ফোরিত হয়ে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 03:43 PM
Updated : 23 June 2019, 03:43 PM

রোববার বিকালে সুয়ালক ইউনিয়নে সেনাবাহিনীর ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত মোহাম্মদ হানিফ (২৫) রোহিঙ্গা। তাকে উদ্ধার করে বান্দরবান সেনাবাহিনীর হাসপাতালে পাঠানো হয়েছে।  

সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, আহত ওই ব্যক্তি পরিত্যক্ত গোলা থেকে তামা ও বিস্ফোরক নিতে চাইলে হঠাৎ গোলাটি বিস্ফোরিত হয়।

সুয়ালক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বিডিনিউজ ওটায়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ওই ব্যক্তি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা। পরিত্যক্ত বোমা থেকে তামা ও বিস্ফোরক বের করার সময় গোলাটি বিস্ফোরিত হলে মোহাম্মদ হানিফ স্প্রিন্টারের আঘাতে গুরুতর আহত হন।

ভারী অস্ত্র ফায়ারিং রেঞ্জ এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সুয়ালক এলাকায় একটি চক্র লোভের কারণে পরিত্যক্ত গোলা থেকে মূল্যবান ধাতু নেওয়ার সময় এর আগেও অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে।

তবে ওই রোহিঙ্গা সেখানে কীভাবে গেল তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি