টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, পিডিবিকে দোষারোপ

টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ও  একজন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 11:39 AM
Updated : 23 June 2019, 11:39 AM

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ জানান, রোববার সকালে তার উপজেলার কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নুরুল ইসলাম উপজেলার কাচিনা লখাই গ্রামের জাবেদ আলীর ছেলে।

আহত জোয়াদ মণ্ডলকে (৪৫) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবহেলার কারণে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইউপি চেয়ারম্যান বলেন, “কয়েকজন শ্রমিক কদমতলীতে একটি পুকুরে মাটি কাটছিল। এ সময় পুকুরের পাড় ঘেঁষে বাঁশের খুঁটিতে থাকা পিডিবির তারে স্পৃষ্ট হয়ে নুরুল মারা যান।” এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরেক শ্রমিক আহত হন বলে জানান তিনি।

কদমতলী গ্রামের ইমরান হাসান বলেন, “এর আগেও পিডিবির বাঁশের খুঁটির তারে জড়িয়ে দুই ব্যক্তির মৃত্যু এবং কয়েকটি গরু মারা গেছে। কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন নজরদারি নেই। মনে হয় গ্রামের মানুষের জীবনের কোন দাম নেই।”  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিডিবির ভূঞাপুর স্টেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, “যারা বাঁশের খুঁটি দিয়ে সেচ লাইনের সংযোগ নিয়েছে এর জন্য তারাই দায়ি। আমাদের কি করার আছে?”