ভারত থেকে এল ডগ স্কোয়াডের জন্য ২০ কুকুর

ভারতে প্রশিক্ষণ শেষে ডগ স্কোয়াডে ব্যবহারের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর নিয়ে দেশে ফিরেছে বিজিবির একটি প্রতিনিধি দল।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2019, 01:16 PM
Updated : 21 June 2019, 04:37 PM

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, শুক্রবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন।

গত ৮ জানুয়ারি বিজিবির এই দলটি ভারতের মধ্যপ্রদেশের 'ডগ ট্রেনিং সেন্টারে' প্রশিক্ষণে যায়। এতে নেতৃত্ব দেন নায়েক সুবেদার মাহবুব হোসেন।

বিজিবি কর্মকর্তা বাকি বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরার সময় তারা ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে আসেন। ডগ স্কোয়াডে ব্যবহারযোগ্য এসব কুকুর মাদক, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র উদ্ধার কাজে সহায়তা করবে।