ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলল ৪ ঘণ্টা পর 

গাজীপুরে একটি ট্রেন লাইলচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার চলাচল শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2019, 11:45 AM
Updated : 21 June 2019, 12:06 PM

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শাহজাহান জানান, শুক্রবার বেলা সোয়া ২টার দিকে লাইচ্যুত বগিটি উদ্ধার করার পর ফের ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-রংপুরে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

চালক সময়মত ট্রেন থামিয়ে দিতে পারায় বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পান বলে রেল কর্মকর্তা জানান।

েল কর্মকর্তা শাহজাহান বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বেলা সোয়া ২টার দিকে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।