চুয়াডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

‘পূর্ব বিরোধের জেরে’ চুয়াডাঙ্গা সদরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 05:56 PM
Updated : 19 June 2019, 05:57 PM

বুধবার রাতে হাসানহাটি গ্রামে এ হামলা চালানো হয় বলে নিহতের পরিবারের ভাষ্য।

নিহত হেদায়েত মন্ডল (৪৮) হাসনহাটি গ্রামের মৃত পুটে মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান গ্রামবাসীর বরাত দিয়ে জানান, হাসনহাটি গ্রামে একটি ইটভাটা নির্মাণকে কেন্দ্র করে ওই গ্রামের হেদায়েত মন্ডল ও কাদের আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

“এই বিরোধের জের ধরে বুধবার রাতে হেদায়েত মন্ডলের ছেলে আক্তারের সাথে কাদের আলীর ভাগ্নে শাহীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন হেদায়েত মন্ডল।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবু জিহাদ আরও জানান, ঘটনার পর হাসনহাটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।