নাটোরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নাটোরের একটি আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 03:58 PM
Updated : 19 June 2019, 03:58 PM

বুধবার জেলা ও দায়রা জজ মকবুল আহসান এই রায় দেন।

রায়ে তাকে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়।

দণ্তি মারুফ হাসান (২৫) নাটোরের বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈইর গ্রামের বজলুর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

২০১৬ সালের ৮ জুন তিনি তার স্ত্রী ইসমত আরাকে (১৮) গলাটিপে হত্যা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালের ৮ জুন রমজান মাসে দুপুরে আসামি মারুফ স্ত্রীকে ভাত দিতে বলেন। স্ত্রী ভাত দিতে রাজি না হওয়ায় তিনি স্ত্রী ইসমত আরাকে গলাটিপে হত্যা করেন।

পরে পালানোর সময় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় নিহতের বাবা ইমামুল হক বাদী হয়ে ওইদিন বাগাতিপাড়া থানায় মারুফ হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসঅই তৈয়ব আলী খান।