নারায়ণগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আট বছর আগের একটি হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 10:13 AM
Updated : 19 June 2019, 10:13 AM

বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ শাহ মোহাম্মদ জাকির হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শ্যামল মোল্লা (২৭) আড়াইহাজার উপজেলার বারোআনী মধ্যপাড়া এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের ২৬ মার্চ বারোআনী মধ্যপাড়া এলাকার একটি  মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ওই এলাকার সুরুজ মিয়ার ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে শ্যামলের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে শ্যামল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি কর হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০১১ সালের ২৮ মার্চ আনোয়ারের স্ত্রী হাওয়া বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।