নকলা উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন

শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহ মো. বোরহান উদ্দিন; আগেও তিনি এই উপজেলার চেয়ারম্যান ছিলেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 04:35 PM
Updated : 18 June 2019, 04:35 PM

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন।

বোরহান উদ্দিন ২৯ হাজার ৮৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ২৪ হাজার ৮৮৩ ভোট।

এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ৪০ হাজার ২২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল পেয়েছেন ১৩ হাজার ৯২৪ ভোট।

নারী  ভাইস-চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন ৩৪ হাজার ২৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু পেয়েছেন ১১ হাজার ৯০৫ ভোট।