টাঙ্গাইলে প্রতিবন্ধীকে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, একজন গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 05:24 PM
Updated : 17 June 2019, 05:24 PM

নারান্দিয়া ইউনিয়নের পিচুটিয়া বাজারে এ ঘটনাটি ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। একইদিন কালিহাতী থানায় মেয়েটির এক চাচাত ভাই মামলা করেন।  

এ মামলায় রোববার পুলিশ পিচুরিয়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে আনিছকে (৫২) গ্রেপ্তার করেছে।

মামলার অপর আসামি হলেন কুরুয়া গ্রমের রইজ উদ্দিনের ছেলে রাজিব (৩০)।

মামলার বাদী বলেন, আমার মানসিক প্রতিবন্ধী বোন বাড়িতে কাউকে না জানিয়ে বেইরে চলে যায়। গত ১২ জুন রাতে রাজিব ও আনিছ বোনকে সদাই দেওয়ার লোভ দেখিয়ে রাজিবের দোকানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে এবং তার ভিডিও ধারণ করে।” 

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, গত শনিবার (১৫ জুন) বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই প্রতিবন্ধীর অভিভাবককে থানায় আসতে বলা হয়। ওই মানসিক প্রতিবন্ধীর ভাই-বোন, মা-বাবা না থাকায় চাচাত ভাই থানায় মামলা করেন।

“আমরা আসামি আনিছকে আটক করেছি। অপর আসামি রাজিব পলাতক রয়েছে; তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”

সোমবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য মেয়েটিকে আদালতে নেওয়া হবে বলে ওসি জানান।