টাঙ্গাইলে কয়লার চুল্লি ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলের মির্জাপুরে গাছ পুড়িয়ে কয়লা তৈরির একটি চুল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আদালত এর মালিককে তিন দিনের কারাদণ্ড দিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 12:13 PM
Updated : 17 June 2019, 12:15 PM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক জানান, সোমবার সকালে আক্কাছ আলী (৩৫)  নামে এক ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়।

আক্কাছ মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার হরমুজ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, আক্কাছ জনবসতিপূর্ণ এলাকায় তিনটি চুল্লি বানিয়ে দীর্ঘদিন ধরে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিলেন। এতে ওই এলাকার পরিবেশ দূষনসহ নানা রোগব্যাধি ছড়ায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে কাঠ ও কয়লা জব্দ করে। একই সময় কারখানা গুঁড়িয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাঈনুল হক বলেন, “ভ্রাম্যমাণ আদালত আক্কাছকে তিন দিনের দণ্ড দেওয়ার পাশাপাশি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে।”