গোপালগঞ্জে ‘প্রতিপক্ষের আগুনে’ পুড়ল ৪ ঘর

গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে চারটি বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 05:40 AM
Updated : 17 June 2019, 05:40 AM

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বনগ্রাম মধ্যপাড়ায় ছিরু দাড়িয়া ও আবুল দাড়িয়ার মধ্যে বিরোধের জেরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গেলেও চারটি ঘর পুড়ে মাটিতে মিশে যায়।

স্থানীয়রা জানান, দুই পক্ষের বিরোধের জেরে রোববার দুপুরে বতু মোল্লা ও নওশের মোল্লার ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এর আগে ওই দুই পক্ষে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে আদালতে মামলা চলছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ সিকদার বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে চারটি বসতঘর পুড়ে যায়।

“আগুনে ধান-চাল, আসবাবপত্রসহ অন্য মালপত্র পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে তিনি অগ্নিকাণ্ডের কারণ বলতে পারেননি।

ওসি মনিরুল বলেন, “প্রাথমিক তদন্তে প্রতিপক্ষ এই আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।