মাগুরছড়া অগ্নিকাণ্ডের ২২ বছর, ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারে মাগুরছড়া গ্যাসফিল্ডে অগ্নিকাণ্ডের ২২ বছর পূর্তি উপলক্ষে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংঠন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2019, 02:56 PM
Updated : 14 June 2019, 03:28 PM

১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়ার ১ নম্বর অনুসন্ধান কূপ খননকালে হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ব্যাপক ক্ষতি হয়।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মাগুরছড়া গ্যাসকূপের সামনে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জীববৈচিত্র্য রক্ষা কমিটি, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি, কমলগঞ্জ উন্নয়ন পরিষদ।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সুজন কমলগঞ্জ উপজেলা সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক এমএ ওয়াহিদ রুলু, উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ শাখার সহ-সভাপতি সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সাজিদুর রহমান সাজু ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ উপস্থিত ছিলেন।

১৯৯৭ সালের ১৪ জুন মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের মাগুরছড়া অগ্নিকাণ্ডের পর ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন কানাডিয়ান কোম্পানি নাইকোর ছাতক গ্যাসক্ষেত্রের টেংরাটিলায় কূপ খনন করার সময়ও বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ দুটি বহুজাতিক কোম্পানির কাছ থেকে ৪৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের দাবি জানায়  জাতীয় তেল-গ্যাস রক্ষা কমিটি।