বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি আহত

বগুড়ায় আট মামলার এক আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2019, 07:38 AM
Updated : 14 June 2019, 07:38 AM

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জেলা শহরের পালশা আদর্শ কলেজের সামনে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার রাত ২টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। 

নিহত আব্দুল্লাহ আল জোনায়েদ রনি ওরফে বিক্লাশ (৩৫) শহরের হাকির মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করছে।

রনিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ পুলিশ কর্মকর্তা বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে একদল সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

“এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এ পর্যায়ে রনিক পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখ যায়। পরে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়।”

এছিাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।