জয়দেবপুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির

জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 05:53 PM
Updated : 12 June 2019, 05:53 PM

বুধবার রাতে নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

গাজীপুর সদর উপজেলার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসার উদ্দিন বলেন, আগামী ১৮ জুন সদর উপজেলা পরিষদ নির্বাচন।

“বুধবার রাতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মহাপুলিশ পরিদর্শকের কাছে এ মর্মে চিঠি দেওয়া হয়েছে যেন জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামানকে অতিসত্বর থানা থেকে প্রত্যাহার করে সমমর্যাদার অন্য কোনো পুলিশ কর্মকর্তাকে তার স্থলাভিষিক্ত করা হয়।”

রাত ৮টার দিকে এ মর্মে একটি নির্দেশনা পাওয়ার কথা বলেন আবু নাসার।

নির্বাচনে উপজেলার বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলনকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওসি আসাদুজ্জামানের বিরুদ্ধে।

এ ব্যাপারে ইজাদুর রহমান সম্প্রতি ওসির প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশন ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছিলেন।

ইজাদুর রহমান চৌধুরী অভিযোগে বলেছিলেন, “গত ২৯ মে বিকাল সোয়া ৩টার দিকে ওসি আসাদুজ্জামান ওই থানার এএসআই হারুন অর রশিদের মোবাইল থেকে তাকে ফোন দেন। ফোনে ওসি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার (ইজাদুর রহমান মিলন) প্রার্থিতা প্রত্যাহার করতে বলেন।”

এ জন্য তিনি তাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রীনা পারভীনের সঙ্গে কথা বলতে বলেন বলে অভিযোগ করেন।