নাসিরনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 04:26 PM
Updated : 12 June 2019, 04:26 PM

এ অভিযোগে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের মানুষ। পরে তারা ইউএনওকে স্মারকলিপি দিয়েছেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সদরের ঘোষপাড়ার মনোরঞ্জম গোপ, কামারগাঁও গ্রামের মিহির দেব, অলি মিয়া ও আলাল মিয়া।

বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি কার্যালয় ঘুষ, অনিয়নম ও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না।

এ সময় নাসিরনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হকের শাস্তি দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে স্মারকলিপি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান বিক্ষুব্ধরা।

তবে ইউএনও সাইফুল কবীর কার্যালয়ে উপস্থিত না থাকায় তার সিএ বিল্লাল মিয়ার কাছে স্মারকলিপি জমা দেন তারা।

তবে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন নাসিরনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হক।

এদিকে, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্মারকলিপির অভিযোগের পরিপ্রেক্ষিতে বজলুল হককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।