খুলনায় গৃহবধূ হত্যার দায়ে একজনের প্রাণদণ্ড

খুলনার দিঘলিয়া উপজেলায় পাঁচ বছর আগে এক গৃহবধূকে হত্যা মামলার আসামিকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।   

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 09:03 AM
Updated : 12 June 2019, 09:03 AM

বুধবার খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রফিকুল ইসলাম দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল গ্রামের মো. ফুল মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী আবু শাহীন মামলার বরাতে বলেন, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর চন্দনীমহল গ্রামের মোহাম্মদ জিন্নাত আলী শেখের বাড়িতে গিয়ে তার স্ত্রী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চান।

হালিমা টাকা দিতে রাজি না হওয়ায় রাফিকুলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে হালিমার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ হত্যা করে রফিকুল।

এ ঘটনায় হালিমার স্বামী বাদী হয়ে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে দিঘলিয়া থানার এসআই শেখ লুৎফর রহমান ২০১৫ সালের ২৮এপ্রিল রফিকুলের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।