বগুড়ায় কৃষকের লাশ উদ্ধার, খুনের অভিযোগ

বগুড়ায় নিখোঁজের একদিন পর এক কৃষকের গলায় গামছা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 12:40 PM
Updated : 11 June 2019, 12:40 PM

মঙ্গলবার সদর উপজেলার শাখারিয়া পল্লীতে খলিল (৫০) নামের ওই কৃষকের লাশ পাওয়া যায়।

তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের শ্বশুর শুকুর মাহমুদ জানান, খলিল বগুড়া সদরের শাখারিয়া ইউপির কদিম পাড়ায় এসে দ্বিতীয় বিয়ে করে প্রায় দুই যুগ ধরে তার (শ্বশুর শুকুর) বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি খণ্ডকালীন কৃষি শ্রমিক ও বর্গাচাষি ছিলেন।

শুকুর বলেন, “বিগত বোরো মওশুমে খলিল এক প্রতিবেশীর কাছ থেকে বেশকিছু টাকা দাদন নিয়ে কয়েক বিঘা জমিতে ধান চাষ করেছিল। ধানের দাম কমে যাওয়ায় সে প্রতিশ্রুত সময়ের মধ্যে দাদনের পাওনা পরিশোধ করতে পারেনি। এই ঘটনায় দাদনদারের লোকজন তাকে হুমকি দিয়ে আসছিল।”

দাদন ব্যবসায়ীর লোকজন পাওনা টাকার বদলে তার গরু নিয়ে যেতে পারে আশংকায় নিজের গরুগুলোকে সম্প্রতি খলিল অন্য জায়গায় পাঠিয়ে দেয় বলে জানান শুকুর।

শুকুর বলেন, “পাওনাদারদের পক্ষে কেউ একজন সোমবার রাতে খলিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মঙ্গলবার সকালে গলায় গামছা পেঁচানো খলিলের লাশ পাওয়া যায় বাড়ির পাশে পাট ক্ষেতে।”

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

“নিহতের শ্বশুরপক্ষের লোকজন হত্যাকাণ্ডের কারণ ও সম্ভাব্য হত্যাকারীদের সম্পর্কে পুলিশকে প্রাথমিক ধারণা দিয়েছে।”