মোবাইল ফোন তুলতে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 07:09 AM
Updated : 11 June 2019, 08:49 AM

উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়ঘোলা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি শরেস চন্দ্র দাস জানান।

মৃতরা হলেন- বড়ঘোলা গ্রামের মসের উদ্দিনের ছেলে দুলু মিয়া ও প্রতিবেশী আজহার আলীর ছেলে এনামুল হক।

এ ঘটনায় আহত শাহীন মিয়াকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, দুলু মিয়া রাতে টয়লেটে যায়। এ সময় অসাবধানতায় তার হাতে থাকা মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যায়।

“ফোনটি উদ্ধার করতে একটি বাঁশ বেয়ে সেপটিক ট্যাংকে নামেন দুলু। এরপর অনেকক্ষণ পর্যন্ত দুলুর কোনো সাড়া না পেয়ে এনামুল ট্যাংকে নামেন। এক পর্যায়ে দুই জনের সাড়া না পেয়ে শাহীনও নামেন সেপটিক ট্যাংকে।”

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করেন বলে জানান ইউপি চেয়ারম্যান জানান।

ওসি বলেন, এর মধ্যে সেপটিক ট্যাংকে শ্বাসকষ্টে এনামুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে দুলু মারা যান।