বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও পাঁচজন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2019, 05:32 PM
Updated : 10 June 2019, 05:34 PM

সোমবার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া আমতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী (৮) আমতলা গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আমতলা গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দিতে কাজ করছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। কাজের সময় মাটিতে পড়ে থাকা তার নিয়ে খেলছিল একদল শিশু।

হাসপাতালে চিকিৎসাধীন একজন

এলাকাবাসীর অভিযোগ, এ সময় হঠাৎ ওই লাইনে বিদ্যুত সরবরাহ চালু হলে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যতে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, লালমনিরহাট সদর হাসপাতালে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনকে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুতের তিন কর্মচারীকে আটক করে পুলিশে দিয়েছে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হাসান চৌধুরী বলেন, ঘটনাস্থলে আটক তিন বিদ্যুৎকর্মীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে আদিতমারী থানায় নেওয়া হয়েছে। মামলা হলে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।