নীলফামারীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২
নীলফামারী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2019 04:07 PM BdST Updated: 14 Jun 2019 10:14 PM BdST
নীলফামারীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সৈয়দপুর থানার পরির্দশক মো. শাহজাহান পাশা জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলী গ্রামের হেবু মামুদের ছেলে রিকশা চালক সাইফুল ইসলাম (৩৫) ও সৈয়দপুরের উত্তরা আবাসন এলাকার নান্নু মিয়ার ছেলে রিকশার যাত্রী মোহাম্মদ মোহন (২৫)।
রোববার রাত সাড়ে ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড়ে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরির্দশক শাহজাহান বলেন, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি বিপরীত থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মোহন নিহত হন। আহত হন আরও দুইজন। সৈয়দপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১১টার মারা যান অটোরিকশার চালক সফিকুল।
অটোরিকশার অপর যাত্রী পারভেজ হোসেনকে প্রথমে ওই হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে বলে জানান পরির্দশক শাহজাহান।
তিনি বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বাসটি থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন।
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
-
গোপালগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
-
পটুয়াখালীতে ঝড়ে ঘরের টিন পড়ে একজন নিহত
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: চারজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ
-
কুমিল্লা সিটি করপোরেশনে নবনির্বাচিতদের শপথ মঙ্গলবার
-
লংগদুতে চাকমা নারীকে গলা কেটে হত্যা
-
খণ্ডিত লাশ উদ্ধারের ২৬ ঘণ্টা পর বালু শ্রমিকের মাথা উদ্ধার
-
উৎপলকে হারিয়ে যেন সর্বহারা তার পরিবার
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে