রাজবাড়ীতে স্কুলছাত্রীকে ‘পুড়িয়ে হত্যাচেষ্টা’: গ্রেপ্তার ২

রাজবাড়ীতে স্কুলছাত্রীর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলার মূল আসামিসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2019, 03:51 PM
Updated : 9 June 2019, 03:51 PM

রোববার সদর উপজেলার খানখানাপুরের বাস্তাডাঙ্গি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন মামলার মূল আসামি শিল্পী বেগম (৩৫) এবং তার সহযোগী গোলাম রায়হান সেতু (২০)।

শিল্পী খোলাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর মিজির স্ত্রী। গোলাম রায়হানের বাড়ি একই উপজেলার খানখানাপুরের বাস্তাডাঙ্গি গ্রামে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, উভয়কে এখন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার নথি থেকে জানা যায়, গত ১২ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক ওই স্কুলছাত্রীকে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে হত্যার ভয় দেখিয়ে আপত্তিকর ছবি তোলে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিল্পী দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু পরিবার টাকা দেয়নি।

এর জের ধরে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মেয়েটি বাড়ির বারান্দায় একা বসেছিল। ওই সময় অকস্মিকভাবে অজ্ঞাতপরিচয় চারজন বোরকা পরা লোক এসে তাকে ধরে নিয়ে যায়। বাড়ির পেছনে একটি পাটক্ষেতে নিয়ে ওড়না দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। সে মাটিতে গড়াগড়ি করে আগুন নিভিয়ে প্রাণে রক্ষা পায়। আরও পরে আমার স্ত্রী বাড়ি ফিরে মেয়ের গোঙানির শব্দ শুনতে পায়। সে গিয়ে তাকে উদ্ধার করে।

তারপর গ্রাম্য চিকিৎসকের চিকিৎসার ওই ছাত্রী সুস্থ হয় বলে তিনি জানান।