সাতক্ষীরায় বাস-কভার্ডভ্যান সংঘর্ষ, ওসিসহ আহত ৫

সাতক্ষীরার কালীগঞ্জে বাস ও পুলিশের কভার্ড ভ্যানের সংঘর্ষে এক ওসিসহ পাঁচজন আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2019, 07:48 AM
Updated : 9 June 2019, 07:48 AM

কালিগঞ্জ থানার এএসআই মোমিন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকার সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জেলার  অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো.জামিরুল ইসলাম জানান, আহত হাসান হাফিজুর রহমান জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত রয়েছেন। তাকে ঢাকার ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

এছাড়া বাসযাত্রী ফরিদা খাতুন, পারভিন আক্তার, শাহীনুর রহমান ও সুমাইয়া পারভিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচেছ বলে জানান তিনি।  

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, পুলিশের একটি কভার্ডভ্যান সাতক্ষীরার দিক থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল।

“পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে কভার্ডভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশ কভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।”

এসআই বলেন পুলিশ বাসটিকে জব্দ করেছে। বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।