কথিত বন্দুকযুদ্ধ: ফেনীতে র‌্যাবের গুলিতে নিহত ২

ফেনীতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2019, 02:49 AM
Updated : 9 June 2019, 02:49 AM

শনিবার মধ্যরাতে ফেনী সদরের ফতেহপুর রেলগেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের ভাষ্য।

নিহতদের একজনের নাম মাহবুবুল হাসান রুবেল। তিনি কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অন্যজনের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

শাফায়াত জামিল ফাহিম বলেন, মাদকের চালান আসার খবরে র‌্যাব সদস্যরা রাতে ফতেহপুর রেলগেইট এলাকায় অবস্থান নেয়।

“এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই মাদক ব্যবসায়ী আহত হয়।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা ফাহিম।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়া রাখা ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।