আটকে পড়া প্যাঁচাকে উদ্ধারে ফায়ার সার্ভিস

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি টেলিভিশন কার্যালয় থেকে একটি প্যাঁচা উদ্ধার করতে ডাকা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের।

ডেস্ক নিউজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2019, 03:24 PM
Updated : 8 June 2019, 03:24 PM

শনিবার জেলা শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সে এটিএন নিউজের ব্যুরো অফিস থেকে প্যাঁচাটি উদ্ধার করে মুক্ত করা হয়।

এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য বলেন, অফিসের শৌচাগারের নকল ছাদে ঢুকে আটকে পড়ে বড় আকারের এই প্যাঁচা।

“দুইদিন আগে সবার নজরে আসে প্যাঁচাটি। কিন্তু ওই জায়গায় খাবার পাচ্ছিল না বলে আমরা নানাভাবে প্যাঁচাটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হই।”

অবশেষে বিষয়টি ফায়ার সার্ভিস সদস্যদের জানালে শনিবার তারা এসে প্যাঁচাটি উদ্ধার করে অবমুক্ত করেন, বলেন পীযুষ।

উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিসের লিডার ফারুকুল ইসলাম ভূঁইয়া বলেন, “খবর পেয়ে তাদের আটজন সদস্যের একটি দল প্যাঁচাটিকে উদ্ধার করে খোলা আকাশে অবমুক্ত করি। সচরাচর এমন প্যাঁচা দেখা যায় না। বড় আকারের এই প্যাঁচাটি অনেক বয়স্ক ছিল। এটি বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।