চাঁদপুরের পদ্মা-মেঘনা মোহনা এখন বিনোদন কেন্দ্র

চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা ঈদের ছুটিতে আসা মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2019, 11:33 AM
Updated : 8 June 2019, 11:33 AM

শনিবার বড় স্টেশন মোলহেডে গিয়ে দেখা গেছে, জেলা শহরসহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ ঘুরতে এসেছেন পরিবার-পরিজন নিয়ে।

বর্ষায় নদীগুলো ভরে থাকায় আর সবুজ বেড়ে যাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যায় এলাকাটিতে। তাই প্রতিবছরই এখানে ঈদের দিন থেকে সপ্তাহব্যাপী বিশেষ ভিড় জমে। থাকে নাগরদোলা, চরকি ঘোড়া ও নৌকায় চড়ার ব্যবস্থাও।

স্বজনদের নিয়ে বেড়াতে এসেছিলেন ফরিদগঞ্জের সাইফুল।

সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের ছুটি আমাদের কাছে স্পেশাল। তাই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসি। মোলহেড এলাকাটি খুবই চমৎকার। এখানে না আসলে বোঝা যায় না কতটা সুন্দর এই জায়গাটা। সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দে এখানে বেড়াতে আসতে পারেন।”

ঈদের সময় এখানে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার মানুষ ঘুরতে আসে বলে জানালেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াস।

সদর সার্কেলের এএসপি জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ঈদ ঘিরে তারা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

“বিশেষত মোলহেড এলাকায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।”

তবে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর এ এলাকায় কাউকে থাকতে দেওয়া হয় না বলে তিনি জানান।