৩ কেজি সোনা ও ৩ লাখ টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির থেকে তিন কেজি ২২৮ গ্রাম সোনা এবং নগদ তিন লাখ টাকাসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2019, 09:02 PM
Updated : 5 June 2019, 09:02 PM

শুক্রবার রাত সাড়ে ৯টায় উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-০১ এর ব্লক ৯ নম্বরে এ অভিযান চালানো হয় বলে উখিয়া থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম মজুমদার জানান।

গ্রেপ্তাররা হলেন- বালুখালীর ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আজিজ (১৮), একই ক্যাম্পের সি-১৩ ব্লকের নুরুল হাসেম (২৮) এবং সি-৭ ব্লকের বাসিন্দা আবুল কাসেম (২২)।

এরা সংঘবদ্ধ স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য বলে পুলিশের ভাষ্য।

ওসি নজরুল বলেন, বুধবার রাতে অবৈধ পথে আসা স্বর্ণ বিক্রি করা হচ্ছে খবর পেয়ে পুলিশের একটি দল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় ক্যাম্পের সন্দেহজনক বস্তিঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়।

“পরে বস্তিঘরটি থেকে পুলিশ ৩ জন রোহিঙ্গাকে স্বর্ণ লেনদেনের সময় আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ এবং লেনদেনের জন্য আনা নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।”