সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2019, 12:37 PM
Updated : 5 June 2019, 12:37 PM

ঈদের দিন ভোরে এ দুটি দুর্ঘটনা ঘটে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে তাদের মৃত্যু হয়।

নিহতদের দুজন হলেন চন্দন ও ফারুক। একজনের নাম জানা যায়নি।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, ভোরে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে ভূঁইয়াগাতী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে একটি ট্রাকের চালক ও সহকারী চন্দন ও ফারুক গুরুতর আহত হন।

“রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।”

অপর দুর্ঘটনাটি ঘটে একই মহাসড়কের তবারীপাড়া এলাকায়।

সিরাজুল ইসলাম জানান, ডিবজল পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন। 

“আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ডিবজল পরিবহনের চালকের সহকারীর মৃত্যু হয়।:

তিনি জানান, নিহতের পরিচয় জানা যায়নি। স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।