দিনাজপুরের গোর-এ-শহীদে ঈদ জামাতে লাখো মানুষ

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে লাখো মানুষ ঈদের জামাতে অংশ নিয়েছেন। এই জামাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলে আয়োজকদের দাবি।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2019, 07:39 AM
Updated : 5 June 2019, 10:39 AM

আয়োজকদের প্রধান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সাংবাদিকদের বলেন, “দিনাজপুরের এই ঈদ জামাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এবার এখানে ঈদুল ফিতরের জামাতে প্রায় ছয় লাখ মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন।”

২৩ একর জায়গাজুড়ে গড়া এই ঈদগাহে বুধবার সকাল পৌনে ৯টায় ঈদের জামাত হয়। এতে ইমামতি করেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ঈমাম শামসুল আলম কাশেমী।

হুইপ ইকবালুর রহিম ছাড়াও হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ জামাতে অংশ নেন। দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসে।

মাঠজুড়ে স্থাপন করা ক্লোজ সার্কিট ক্যামেরা ও ওয়াচ টাওয়ারসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় বৃহৎ এই জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মাঠে প্রবেশের সময় সবার দেহ তল্লাশিও করা হয়।