লালমনিরহাটে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

ঈদের সকালে লালমনিরহাটে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চারজন নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2019, 03:16 AM
Updated : 5 June 2019, 11:10 AM

সদর উপজেলার বড়বাড়ি বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের স্মৃতিসৌধে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন এবং হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় আরও একজন মারা যান।

দুর্ঘটনায় আহত হন আরও ২০ জন। তাদের লালমনিরহাট ও কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নিলুরখামার গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে হাফিজুর রহমান(২৫), রংপুরের তাজহাট শেখপাড়ার আব্দুর রশিদের ছেলে আশরাফুল আলম(২৮), কুড়িগ্রাম সদর উপজেলার সিতাইঝাড় গ্রামের আব্দুল আজিজ(৬০) ও ফারুক হোসেন (২৬)।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো:. রেজাউল করিম জানান,আহতদের লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, পিকআপে থাকা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন।

বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।