নেত্রকোণায় মাদকসহ সেনা ও পুলিশ সদস্য আটক

নেত্রকোণায় এক সেনাসদস্য ও একজন পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে, যাদের কাছে মদের বোতল পাওয়ার কথা বলেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 03:48 PM
Updated : 4 June 2019, 03:48 PM

সোমবার রাতে তাদের আটক করা হয় বলে কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানিয়েছেন।

আটকরা হলেন সেনাসদস্য ফয়সাল আহমেদ এবং পুলিশ কনস্টেবল তুষার আহমেদ শুভ।

ফয়সাল কর্মরত গাজীপুরে এবং তুষার কর্মরত আছেন চট্টগ্রামে। তাদের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায়।

ওসি মাজহারুল করিম বলেন, ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে তারা ভারতীয় মদ নিয়ে মোটরসাইকেলে করে আসছিলেন।

“গোপন সংবাদ পেয়ে উপজেলার চানপুর এলাকায় পুলিশ তাদের আটক করে চালায়। এ সময় তাদের কাছে ভারতীয় মদের এই চালানটি পাওয়া যায়।”

ওসি আরও বলেন, এই সীমান্ত পথে তারা মাদকের ব্যবসা করে আসছিলেন। তাদের কাছে পাওয়া মদ জব্দ করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।