সাতক্ষীরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটা ও শ্যামনগর উপজেলায় বজ্রপাতে এক তরুণ জেলে ও এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 01:44 PM
Updated : 4 June 2019, 03:25 PM

মঙ্গলবার চরশ্রীপুর গ্রামে এবং সেন্ট্রাল কালিনগর ধানখালী গ্রামে এ দুটি ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

মৃত দুজন হলেন সাইফুল ইসলাম (১৮) ও নবম শ্রেণির ছাত্রী সুপ্রিয়া মন্ডল (১৪)।

দেবহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর গাজী জানান, দুপুরে  চরশ্রীপুর গ্রামে ইছামতি নদীর তীরে নিজেদের নৌকায় আলকাতরা মাখাচ্ছিলেন স্থানীয় জেল আমিরুল ইসলাম ও ছেলে সাইফুল ইসলাম।

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আমিরুল ইসলামের মৃত্যু হয়।

দেবহাটা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী জানান,  সীমান্ত নদী ইছামতিতে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। ঈদের আগের দিন এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, শ্যামনগরের সেন্ট্রাল কালিনগর ধানখালী গ্রামে ফুলের চারা আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় স্কুলছাত্রী সুপ্রিয়ার। এ সময় তার এক সঙ্গী আহত হয়েছেন।  

শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন বলেন, বিকালে ফুলের চারা নিয়ে বান্ধবীর সঙ্গে বাসায় ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুপ্রিয়ার।

সুপ্রিয়া নেক্সানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর ধানখালী গ্রামের নিরাপদ মন্ডলের মেয়ে।

এ সময় আহত অঞ্জু মন্ডলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।