গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত

গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৭ মামলার এক আসামি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 04:32 AM
Updated : 4 June 2019, 04:32 AM

টঙ্গীর নদীবন্দর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-১ সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান।

নিহত ইসমাইল হোসেন (৪০) ফরিদপুর জেলার চাঁদ হাট এলাকার রাশেদ মোল্লার ছেলে।

র্যাব বলছে, ইসমাইলের নামে বনানী থানায় ১৪টি, গোপালগঞ্জ থানায় একটি এবং নগরকান্দা থানায় দুইটিসহ ১৭টি মাদক মামলা রয়েছে।

কামরুজ্জামান বলেন, টঙ্গীর নদীবন্দর এলাকায় মাদক কেনাবেচার গোপন খবরে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতরা তাদের লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে ইসমাইলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে  উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে র্যাব কর্মকর্তা কামরুজ্জামানের ভাষ্য।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি রিভলভার, দুই রাউন্ড গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।