টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকের আসামি নিহত, ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ; ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2019, 06:12 AM
Updated : 3 June 2019, 06:38 AM

সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় গোলাগুলির ওই  ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

নিহত মুফিজুর রহমান (৩০) একই হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাটাখালী এলাকার গোলাম আকবরের ছেলে।

পুলিশ বলছে, মুফিজুর রহমান একজন ‘চিহ্নিত’ ও ‘তালিকাভুক্ত’ ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

ওসি বলেন, রোববার সন্ধ্যায় পুলিশ মুফিজুরকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে ঘটনাস্থলে ইয়াবা উদ্ধারে যায়। এ সময় মুফিজুরের সহকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে মুফিজুরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখ যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ”

এছাড়া ঘটনাস্থল থেকে ইয়াবা, বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।