সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন জামা

নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 05:19 PM
Updated : 2 June 2019, 06:32 PM

রোববার বিকালে নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে এ পোশাক বিতরণ করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের গড়া এই প্রতিষ্ঠানের নাম ‘স্বপ্ন’।

অনুষ্ঠানে ২৯১ জন সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। তাদের প্রত্যেকের হাতে ঈদের নতুন জামা, ঈদ সেলামী, মেহেদী, সেমাই, চিনি, গুড়ো দুধ, বিস্কুট ও চকলেট তুলে দেওয়া হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

স্বপ্নের সভাপতি মাইনুল হাসান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নোয়াখালীর সভানেত্রী নাসরিন লায়লা শরীফ, বিএমএ জেলা সভাপতি ফজলে এলাহী খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক নুর আলম সিদ্দিকী রাজু, সাংবাদিক বখতিয়ার সিকদার, আবু নাছের মঞ্জু ও জামাল হোসেন বিষাদ।

মাইনুল হাসান শিমুল জানান, ২০১৩ সালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীরা মিলে ‘স্বপ্ন’ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এ পর্যন্ত মোট ছয়বার ঈদজামা উৎসবে দুই হাজারের অধিক শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া হয়।