বগুড়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণ, ২ শিশু আহত

বগুড়া সদরে আম কুড়াতে গিয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 03:06 PM
Updated : 2 June 2019, 03:20 PM

রোববার শহরের ঠনঠনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলানুর আহম্মেদ জানিয়েছেন।

আহতরা হলো কাহালু উপজেলার শানুর মেয়ে শান্ত (১০) ও জেলা শহরের সূত্রাপুর বেলতলার জাহিদের ছেলে রায়হান (৩)। তারা সম্পর্কে মামাত ফুপাত ভাইবোন।

এসআই জিলানুর আহম্মেদ জানান, দুপুর আনুমানিক ১টার দিকে বৃষ্টি এবং একটু বাতাস শুরু হলে ওই দুই শিশু আম কুড়াতে ঠনঠনিয়ায় একটি পরিত্যক্ত বাড়ির পাশে যায়।

“সেখানে দুটি হাতবোমা কুড়িয়ে পায় তারা। ওই দুটি বোমা বাড়ি এনে খেলছিল; এক পর্যায়ে বোমা দুটির বিস্ফোরণ ঘটে।”

জিলানুর বলেন, এতে শান্তর পায়ে ও রায়হানের হাতে আঘাত লাগে। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।