গজারিয়ায় মহসড়কে দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 03:09 PM
Updated : 1 June 2019, 03:09 PM

শনিবার সন্ধ্যায় ভিটিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আনুমানিক ৩৫ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, দাউদকান্দিগামী গজারিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থামিয়ে যাত্রী নামানো হচ্ছিল।

“এই সময় পেছন থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি বাস একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে গজারিয়া পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।”

কবির বলেন, এতে বিকট শব্দে পেছনের বাসটি সামনের বামপাশের কিছু অংশ সামনের বাসের ভেতরে ঢুকে যায়।  আহতদের স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠানো হয়।

“ধারণা করা হচ্ছে নিহত যুবক বাসটি হেলপার। তার হাত ও পা দেহ থেকে আলাদা হয়ে গেছে।”

দুর্ঘটনা কবলিত দুটি বাসই মহাসড়কে দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে রেকার এনে সরিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।

মহাসড়কটির কুমিল্লামুখী দুই লেনে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। ওই সময় যানজট সৃষ্টি হয়।