ময়মনসিংহে মাদ্রাসাছাত্রকে ‘মারধর করে আটকে রাখায়’ শিক্ষক আটক

ময়মনসিংহে বেতন না দেওয়ায় মাদ্রাসা ছাত্রকে মারধরের পর তালাবদ্ধ করে রাখার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2019, 12:12 PM
Updated : 31 May 2019, 12:12 PM

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার মদিনানগর এলাকার মারকাযুল কুরআন জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রাসা থেকে আব্দুর রশিদ নামে এই শিক্ষককে তারা আটক করেন।

১০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে মাদ্রাসার একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বেতন দিতে না পারায় বুধবার রাতে ওই শিক্ষার্থীকে মারধর করার পর মাদ্রাসার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন শিক্ষক হাবিবুল্লাহ। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় ঈদের ছুটি হয়। কিন্তু ওই শিক্ষার্থী বাড়ি না ফেরায় তার বাবা শুক্রবার সকালে মাদ্রাসায় খোঁজ নিতে আসেন। স্থানীয় ছাত্রদের কাছে ঘটনা জানতে পেরে তিনি এলাকাবাসীর কাছে যান। এলাকাবাসী মাদ্রাসার মুহতামিম আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাকে মাদ্রাসার একটি তালাবদ্ধ কক্ষ থেকে বের করে দেন।

ওসি ইসলাম বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় অনে। পরে হাসপতালে পাঠায়। আর রশিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।