মেঘনায় ট্রলার ডুবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2019, 06:50 AM
Updated : 31 May 2019, 06:51 AM

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চরকিশোরগঞ্জ বালুঘাটের কাছে এ ঘটনা ঘটে কোস্টগার্ডের পেটি অফিসার মাসুদুল হাসান জানান।

তিনি বলেন, “ট্রলারটি গজারিয়া থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। যাত্রীদের বেশির ভাগই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী। পথে আরেকটি নৌ যানের ধাক্কায় প্রায় ৪০ আরোহী নিয়ে ট্রলারটি ডুবে য়ায়। তবে কেউ নিখোঁজের কোন খবর এখনও পাওয়া যায়নি। ”

ট্রলারটি উদ্ধার করা যায়নি। ট্রলারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলেও আসেনি বলে জানান মাসুদুল।

মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, ট্রলার আরোহী একজন বৃদ্ধ আহত। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রলারটির আরোহী কয়েকজন ভেজা কাপড়েই মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশীদ বলেন, “এ ঘটনায় এখনও কার ও নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি। লঞ্চের যাত্রীরা তীরে উঠতে সমর্থ হয়েছে ধারনা করা হচ্ছে।”

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ট্রলারের মালিকের তথ্য নেওয়ার চেষ্টা চলছে। ঘটনাস্থলে কোস্টগার্ডের পাশাপাশি, নৌ পুলিশ ও ফায়ান সার্ভিস  কাজ করছে।