রংপুরে ভিজিএফ চাল উদ্ধার, ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

রংপুরে ভিজিএফের ৬০০ বস্তার বেশি চাল উদ্ধার করার পাশাপাশি এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2019, 08:45 AM
Updated : 30 May 2019, 08:45 AM

বুধবার রাতে সদর উপজেলা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ ও র‌্যাব জানিয়েছে।

র‌্যাব ১৩-এর কোম্পানি কমান্ডার মোতাহার হোসেন বলেন, “ভিজিএফের সব চাল বিতরণ না করে কালো বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পেয় বুধবার রাতে সদ্যপুস্করণী ইউনিয়নে অভিযান চালায় র‌্যাব।

“পালিচড়া বাজারের আনছারুল, রাঙ্গা, সুমন ব্যাপারি, কুরবানসহ একাধিক মালিকের গুদামে অভিযান চালিয়ে ছয় শতাধিক চালের বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষ চেয়ারম্যান সোহেল রানা ও চাল ব্যবসায়ী আনছারুল ইসলামকে আটক করা হয়।”

এসব চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে তিনি জানান।

এদিকে একই রাতে দর্শনা এলাকা থেকে ২১ বস্তা চালসহ এক অটোচালককে আটক করে তাজহাট থানার পুলিশ।

তাজহাট থানার ওসি রোকনুজ্জামান বলেন, “চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে পুলিশ অনুসন্ধান চালায়। পরে দর্শনা এলাকা থেকে ২১ বস্তা চালসহ এক অটোচালককে আটক করা হয়।”