বগুড়ায় পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

গোয়েন্দা পুলিশের পরিচয়ে বগুড়ার গাবতলী থেকে এক ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2019, 03:34 PM
Updated : 29 May 2019, 03:40 PM

বুধবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন মোছা. খাদিজা বেগম এই অভিযোগ তোলেন।

গত ১৪ মে হারুনার রশিদ নামের ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন গাবতলী উপজেলার হাসনাপাড়া গ্রামের গৃহবধূ খাদিজা বেগম।  

সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, তিনি গত ১৪ মে স্বামী ও তার বড় বোন মোছা. আমিছা বেগমকে নিয়ে গাবতলী কমার্শিয়াল কাজী মার্কেটে কেনাকাটা করে বিকাল ৩টায় রাস্তায় বের হন।

হারুনার রশিদ

“এরপরই ডিবি পরিচয়ে তিন ব্যক্তি আমার স্বামী হারুনার রশিদকে জাপটে ধরে অপেক্ষমান একটি সিএনজিতে তোলার চেষ্টা করে। ওই সময় আতংকিত হয়ে আমার স্বামী চিৎকার দিলে লোকজন তাকে রক্ষায় এগিয়ে আসে। তখন ওই তিন ব্যক্তি আইডি কার্ড দেখিয়ে ডিবির লোক বলে পরিচয় দেয়।”

এরপর লোকজন সরে গেলে তারা হারুনার রশিদকে নিয়ে চলে যায় বলে জানান খাদিজা।

এই ঘটনায় ওইদিন রাত ১০টায় খাদিজার শাশুড়ি গাবতলী থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকে ডিবি অফিসসহ পুলিশের বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খাদিজা জানান।

এ ব্যাপারে বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আছলাম আলী বলেন, “গাবতলী থেকে আমাদের অফিসে একজনকে খুঁজতে আসা হয়েছিল। তবে আমাদের লোকজন হারুনার রশিদ নামে কাউকে নিয়ে আসেনি।”